কলকাতা: আরজি কর কাণ্ডের জের টেনে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে এক অরাজনৈতিক সংগঠন। যেই সংগঠনের নেপথ্যে নাকি যোগ রয়েছে বিজেপি-আরএসএসের। সেই নবান্ন অভিযানকে ঘিরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।
সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ এবং মহাত্মা গান্ধী রোডে মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি বাঁধে অভিযানকারীদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জল কামান, কাঁদানে গ্যাস চালাতে বাধ্য হয় পুলিশ। এরকমই চূড়ান্ত বিশৃঙ্খল নবান্ন অভিযান দেখে -প্রশ্ন তুললেন টলি তারকারা।
আরও পড়ুন: যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রীরা, একাধিক দাবিতে দিলেন চিঠি
সামগ্রিক পরিস্থিতি দেখে সোশ্যাল মিডিয়া পোস্টে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) প্রশ্ন তুলেছেন, “এ কেমন ছাত্র দেখালে তুমি?”
মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে ডিজাইনার অভিষেক রায় (Abhishek Roy), অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেকের প্রশ্ন, “ছাত্র কোথায়?”
অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য (Rupali Rai Bhattacharya) আবার ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ ছাত্রদের দেখে বুঝলাম আমি এখনও শৈশবে।”
সাংবাদিকদের সুরক্ষা প্রসঙ্গে প্রশ্ন তুলে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) লিখেছেন, “সাংবাদিকদের মাথায় কেন হেলমেট নেই? তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে, আমাদের জন্য খবর পরিবেশন করতে গিয়ে জখম হলে তার দায়িত্ব কে নেবে? তাঁরাও কারও স্বামী, ভাই, সন্তান, মা, বোন, স্ত্রী…।”
দেখুন বিনোদনের আরও খবর