দুই দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও ধানুশকে এবার পর্দায় একসঙ্গে দেখা যাবে। দুজনেই বেশ কিছু জনপ্রিয়- ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। বিনোদন মূলক একটি প্রোটনের প্রতিবেদন অনুযায়ী পরিচালক কোরাতলা শিবা একটি তারকাবহুল ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবিতে আল্লু অর্জুন ও ধানুশের একসঙ্গে অভিনয় করার কথা। যদিও ছবির নির্মাতারা এখনো পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেননি। তবে সামাজিক সচেতনতামূলক কাহিনী নিয়ে এই ছবিটির ব্যাপারে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সূত্রের খবর। ছবিটির নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি। এছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।অনেকেরই ধারণা সাম্প্রতিকতম ছবি ‘ট্রিপল আর’ এর বক্সঅফিস সাফল্য দেখে দুই সুপারস্টারকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করেছেন নির্মাতারা। প্রসঙ্গত, ট্রিপল আর ছবিতে রয়েছেন 2 দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। প্রসঙ্গত,আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুষ্পা’ বক্স অফিসে আলোড়ন ফেলেছে। এই ছবিতে আল্লু অর্জুন জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানার সাথে। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। ছবিটি এখনো রমরমিয়ে চলছে। ইতিমধ্যেই নির্মাতারা ছবিটির দ্বিতীয় অংশ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানেও অভিনয় করবেন আল্লু অর্জুন।১৭ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পায় ‘পুষ্পা’। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি।করোনা অতিমারির জেরে প্রায় দেড় বছরের বেশি সময় বন্ধ ছিল সিনেমা হল। কিন্তু, সিনেমা হল খোলার পর একেবারে বাম্পার হিট পুষ্পা। লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি এই ছবিতে উঠে এসেছে। তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি। বেশ কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে ওটিটি রিলিজ হয় ছবিটির। তবে হিন্দিতে নয় দক্ষিণ ভারতীয় ভাষায় দেখা যাচ্ছিল এই ছবি। ১৪ জানুয়ারি থেকে হিন্দিতে দেখা যাচ্ছে আল্লু অর্জুন , রশ্মিকা মন্দনা অভিনীত এই ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’। অন্যদিকে আরেক জনপ্রিয় অভিনেতা ধানুষের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মারন’। চলতি মাসে ছবিটি মুক্তি পেয়েছে। কার্তিক নরেন পরিচালিত এই ছবিতে ধানুশের সঙ্গে জুটি বেঁধেছেন মালবিকা।
আবার একই ছবিতে দুই সুপারস্টার
Follow Us :