গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণী ছবি ‘এসকে ২০’ ছবির কাজ শুরু হয়েছিল। পরিচালক অনুদীপ কেভি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন শিবকার্তিকেয়ন। ছবি বেশ কিছুটা অংশের দৃশ্য গ্রহণ করা হলেও নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল যথেষ্ট দোটানা। এখন জানা যাচ্ছে দক্ষিণী জনপ্রিয় চিত্রনায়ক শিবকার্তিকেয়নের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইউক্রেনের মডেল-অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকাকে। প্রযোজনা সংস্থা সুরেশ প্রোডাকশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মারিয়ার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে,” এসকে২০ ছবির প্রধান মহিলা চরিত্রে অভিনয় করবেন মারিয়া। সুন্দরী এই অভিনেত্রীকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত”।ভারতের পন্ডিচেরি এবং যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। রুশ সামরিক অভিযানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এই অভিযান উত্তরোত্তর যেন আরও বেড়ে চলেছে। মারিয়ার জন্ম এবং বেড়ে ওঠা ইউক্রেনের মাটিতে। প্রসঙ্গত, ২০১৮ সালে ‘ইটার’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন মারিয়া। কিছুদিন আগে একটি হিন্দি ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এ অভিনয় করেছেন এই ইউক্রেনিয়ান অভিনেত্রী। এবার তার অভিষেক হবে দক্ষিণী ছবিতে।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী চলতি মাসের শেষের দিকে এই ছবির অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। তারপর আগামী এপ্রিলে আবার পুরোদমে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে। তখনই অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকা শুটিংয়ে অংশ গ্রহণ করবেন। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজেও একসময় অভিনয় জগৎ থেকে এসেছিলেন। ১৭ বছর বয়সে কমেডি প্রতিযোগিতায় তিনি প্রথম নাম লেখান। ২০০৮ সালে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন জেলেনস্কি। তাঁর বেশিরভাগ ছবিই ছিল রুশ ভাষার। তারপর ২০১৯ সালের প্রথম থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবার সেই দেশেরই অভিনেত্রী মারিয়া রিয়াবোশাপকাকে দেখা যাবে ভারতীয় ছবিতে।