কলকাতা: গত বছর ডিসেম্বরে শহরে এসেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। ‘শ্যাম বাহাদুর’-এর শুটিংয়েই। প্রায় এক বছর পর আবার তিনি এলেন। এবার উপলক্ষ সেই মেঘনা গুলজারের ছবি ‘শ্যাম বাহাদুর’র প্রচার। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি। সেই কারণেই কলকাতায় এসেছিলেন ভিকি। তারপর ঘটল এক বিরাট কান্ড, শয়ে শয়ে বাঙালি ভক্তের উদ্দেশে বাংলা বলতে গিয়ে বার বার হোঁচট খেলেন অভিনেতা। তাঁর পাশে থাকা সঞ্চালক বার বার তাঁকে বুঝিয়ে দিচ্ছিলেন, ‘আমি তোমাদের ভালবাসি’।’ আর ভিকি, ‘তোমাদের বলতে গিয়েই বার বার হোঁচট খাচ্ছিলেন।’ কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ভিকি বললন, “আমি তোমাদের ভালবাসি”। ব্যস, কলকাতাবাসীকে তখন পায় কে?
শ্যাম মানেকশকে নিয়ে তৈরি হচ্ছে ‘শ্যাম বাহাদুর’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিকি। চার দশক ধরে তিনি ভারতীয় সেনায় কাজ করেছেন এবং পাঁচটি যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন সেই বীর সেনা। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের সময় তাঁর রণকৌশলেই রণে ভন দিয়েছিল পাক সেনা। তৈরি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ তৈরি হওয়ার নেপথ্যে ভারতের যে সেনার অবদান সবচেয়ে বেশি তিনি শ্যাম মানেকশ। তাঁর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
আরও পড়ুন: অনুষ্কার ‘কো-অর্ডে’র দাম শুনলে চমকে যাবেন
এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে তিনি সবচেয়ে ভয় পান। কারণ এখানে একটু ভুল হলেই সেটা ক্ষমার অযোগ্য। তাই সবসময় সেই চরিত্রে সেরা দেওয়ার চেষ্টা করেন তিনি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘শ্যাম বাহাদুর’।
দেখুন আরও অন্য খবর