মুম্বই: ‘স্যাম বাহাদুর’-এর ব্যাপক সাফল্যের পরে ‘ছাবা’ (Chhava) সিনেমার শুটিং শুরু করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। জানা যাচ্ছে, এই সিনেমার শুটিংয়েই গুরুতর আহত হয়েছেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, ‘ছাবা’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই বাঁ হাতে আর কাঁধে মারাত্মক চোট পেয়েছেন ভিকি (Vicky Kaushal Injured)। চিকিৎসকের পরামর্শে হাতে প্লাস্টারও করতে হয়েছে অভিনেতাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা গেল বাঁ হাতে প্লাস্টার নিয়েই গাড়ি থেকে নামছেন অভিনেতা। সূত্রের খবর, চোটের কারণে আপাতত ছবির শুটিং বন্ধ রেখেছেন অভিনেতা। সুস্থ হয়ে শুটিং সেটে ফিরবেন বলেই জানা যাচ্ছে। পাপরাজিদের দেখে ডান হাত নাড়েন অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন: প্রকাশ্যে এল ‘বস্তার-দ্য নকশাল স্টোরি’-র টিজার
প্রসঙ্গত, লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত ‘ছাবা’-তে ভিকির বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-কে। পর্দায় ছত্রপতি শম্ভাজির (Chhatrapati Sambhaji) চরিত্রে দেখা যাবে ভিকিকে। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে হলেন ছত্রপতি শম্ভাজি মহারাজ। এক সাক্ষাৎকারে, লক্ষ্মণ উতরেকর জানিয়েছেন, ভিকির উচ্চতা, দেহের গড়ন, ব্যক্তিত্ব সহ অনেক কিছুই ছত্রপতি শম্ভাজি মহারাজের সঙ্গে মিল আছে। এছাড়া ও দুর্দান্ত অভিনয় করে। ছবির জন্য অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ, ঘোড়া চালানো সহ অন্যান্য জিনিসের প্রশিক্ষণ নিতে হয়েছে অভিনেতাকে।
আরও খবর দেখুন