বিদ্যা বালানের (Vidya Balan) সঙ্গে কলকাতার আত্মিক যোগ যে কতটা গভীর, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কলকাতায় এলেই তিনি ইংরেজি বা হিন্দির বদলে বাংলায় কথা বলতে ভালোবাসেন। এই শহরের প্রতি তাঁর প্রেম চিরন্তন। কিছুদিন আগেই তাঁর অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ (Bhulbhulaiya 3) মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করছে। এই ব্যস্ততার মাঝেই সুকুমার রায়ের ‘আবোল তাবোল’-এর জনপ্রিয় কবিতা ‘সৎপাত্র’ আবৃত্তি করতে দেখা গেল বিদ্যাকে। অভিনেতা রাজেশ শর্মার কাছেই তিনি এই ছড়াটি শিখেছিলেন এবং সেই পুরনো স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনলেন এই ভিডিওতে।
সম্প্রতি বিদ্যা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে রাজেশ শর্মার সঙ্গে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। ভিডিওতে রাজেশ বলেন, বহু বছর আগে তিনি বিদ্যাকে ‘সৎপাত্র’ কবিতাটি শিখিয়েছিলেন। আশ্চর্যজনকভাবে এত বছর পরেও বিদ্যা তা মনে রেখেছেন। এরপরই রাজেশ ও বিদ্যার যুগলবন্দিতে শোনা যায় ‘সৎপাত্র’ কবিতাটি। বিদ্যার ভাঙা ভাঙা বাংলায় ‘সৎপাত্র’ কবিতাটি শুনতে বেশ মিষ্টি লাগে। তবে কিছু কিছু শব্দ ও লাইন ভুলে গেলে তা মনে করিয়ে দেন রাজেশ, যা মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আরও পড়ুন: সাদা-কালো ছবিতে মাতৃত্বের জৌলুসে শ্রীময়ী
বিদ্যা বালান বরাবরই বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী। বাঙালি না হয়েও বাংলা ভাষায় তাঁর এমন সাবলীল উচ্চারণ ভক্তদের মুগ্ধ করেছে। ‘সৎপাত্র’ কবিতায় বিদ্যার কণ্ঠের মাধুর্য ও ব্যঙ্গাত্মক ভঙ্গিমা সুকুমার রায়ের মজাদার চরিত্রগুলিকে ফুটিয়ে তোলে। ভক্তরা এই আবৃত্তিতে এতটাই মুগ্ধ হয়েছেন যে তাঁরা বিদ্যাকে আরও বাংলা কবিতা আবৃত্তি করার অনুরোধ জানাচ্ছেন।
View this post on Instagram
ভিডিও প্রকাশের পর থেকেই বিদ্যা বালানের ভক্ত ও বাংলা সাহিত্যের অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ কেউ বলেছেন, “এতদিন সুকুমার রায়ের ‘সৎপাত্র’ ছিল শুধু বইয়ের পাতা পর্যন্ত। এবার বিদ্যা বালানের কণ্ঠে তা যেন সত্যিই জীবন্ত হয়ে উঠেছে।” বিদ্যার বাংলা উচ্চারণে মুগ্ধ দর্শকরা তাঁকে অনুরোধ করেছেন আরও বাংলা কবিতা আবৃত্তি করার জন্য। বাংলা সাহিত্যের প্রতি এমন আন্তরিক ভালোবাসা ও যত্নশীল প্রয়াস বিদ্যা বালানের ভক্তদের কাছে অবশ্যই এক অমূল্য উপহার।
দেখুন আরও খবর: