কলকাতা: বাংলা নববর্ষে ‘রানী রাসমণি’ খ্যাত ‘রাণীমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায় কি করছেন! বছর দুয়েক আগে নববর্ষের প্রথম দিনেই দিতিপ্রিয়া পাভেলের একটি ছবিতে কাজের কথা ঘোষণা করেছিলেন। মায়ের কথা শুনে ছোট বয়স থেকেই পহেলা বৈশাখের দিন নতুন জামা পড়ে একটু সাজগোজের রীতি মেনে চলেন দিতিপ্রিয়া। শুধু তাই নয় বছরের প্রথম দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে রেঁস্তোরাতে খেতেও জান বলে জানিয়েছিলেন।
বলিউডে অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করেছিলেন। তবুও টলিউড ইন্ডাস্ট্রির কাছে তিনি রানী রাসমণি। এই বাংলা ধারাবাহিকে অভিনয় করেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।
আরোও পড়ুন: Marvel Indian Spiderman | এসে গেল মার্ভেলের ভারতীয় স্পাইডারম্যান, নাম পবিত্র প্রভাকর
ব্যস্ততার মাঝে, নতুন প্রজেক্টের প্রিপারেশন কিংবা ডাবিং সবকিছু পাশে সরিয়ে রেখে নববর্ষের দিন দিতিপ্রিয়া আর পাঁচজনের মতো পাড়ার মেয়ে হিসেবেই থাকবে। দিতিপ্রিয়া ভুলতে পারেন না ছোটবেলার কথা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে দোকানে ঘুরে বেড়ানো কিংবা হালখাতা এসব স্মৃতি এখনো মনে আছে রানী রাসমনির। ছোটবেলায় দোকান থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার পাওয়া যেত। দিতিপ্রিয়ার কাছে সেটা এক অন্য আনন্দ। অভিনেত্রীর কথায়, ‘আজও আমার এইসব জিনিস ভালো লাগে।’ ছোটবেলা থেকেই এক জায়গায় থাকে না দিতিপ্রিয়া। পাড়ায় তিনি শুধু অভিনেত্রী নন। প্রতিবেশীদের নিজের মেয়ে। ছোটবেলা থেকে তিনি পাড়ার যেসব দোকানে গিয়েছেন আজও মুখ দেখাতে হয়।
এবছর অবশ্য সকাল থেকে ডাবিং এর কাজ আছে। সুদীপ্ত চক্রবর্তীর একাডেমিতে সুন্দর আয়োজন করা হয় নববর্ষের দিন। সেখানেও দিতিপ্রিয়া যাবেন। কাজ আর অনুষ্ঠান নিয়ে এভাবেই ব্যস্ততার মধ্যে দিন কাটবে অভিনেত্রীর। সঙ্গে থাকবে নানান বিশেষ মেনু।