কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। এমনই এক আবহে হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে উত্তাল পরিস্থিতি। এমন পরিস্থিততেই বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবার তাঁকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও।
আরও পড়ুন: এদেশে আমি মা হতে চাই না, আরজি কর প্রসঙ্গে বিস্ফোরক সোহিনী
টলিউডে (Tollywood) কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে চিঠি দিল উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস (Womens’ Forum for Screen Workers)। সেই চিঠিতেই আরজি কর প্রসঙ্গের উল্লেখ করে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা, ধারাবাহিক ও ওয়েব প্ল্যাটফর্মে কর্মরত মহিলাদের পক্ষ থেকে যৌন হেনস্তার অভিযোগের কথা জানিয়ে বলা হয়েছে, প্রত্যেকদিন তাঁদের নানা ভাবে যৌন হেনস্তার শিকার হতে হয়।
পাশাপাশি নিয়মিতভাবে নারী, শিশু এবং প্রান্তিক পরিচয়ের মানুষদের নির্যাতনের কথাও শোনা যায়। তবুও, তাঁদের কাছে এমন কোনও কার্যকরী সহায়তা ব্যবস্থা নেই যেখানে ভারতীয় আইন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের দাবি জানানো যায়। এই সমস্ত বিষয়ের প্রতিকারের দাবি জানিয়েই চিঠি দিয়েছেন তাঁরা।
চিঠিতে একাধিক প্রশ্ন করা হয়েছে, যেমন-
- ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তার অভিযোগ জানানোর জন্য কোনও প্রতিষ্ঠান রয়েছে কি?
- পকসো আইনের শর্তগুলো কি মেনে চলা হচ্ছে?
- ঘনিষ্ঠ দৃশ্যের জন্য যথাযথ ভাবে ইন্টিমেসি কোর্ডিনেটর বা ডিরেক্টর নিয়োগের দাবি জানানো হয়েছে চিঠিতে।
- লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
- পাশাপাশি যৌন হেনস্তার অভিযোগ জানানো যাবে এমন ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে অপর্ণা সেন, শাশ্বতী গুহঠাকুরতা, অনুরাধা রায়, শকুন্তলা বড়ুয়া, চৈতালী দাশগুপ্তর মতো বর্ষীয়ান অভিনেত্রীদের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, দামিনী বেণী বসু, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, প্রিয়াঙ্কা সরকারদের নামও আছে।
দেখুন বিনোদনের আরও খবর