Monday, August 25, 2025
Homeবিনোদনপর্দায় সত্যি কি বিকিনি পরতে অনীহা কাজলের!

পর্দায় সত্যি কি বিকিনি পরতে অনীহা কাজলের!

কয়েক বছর আগে লকডাউনে অভিনেত্রী কাজল সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছিলেন করোনা আতঙ্ক কাটলে কেমন বিকিনি পড়া উচিত। তার শেয়ার করা ছবিতে একটি বিকিনি সেটের উপর এই রাখা ছিল ম্যাচিং প্রিন্টের মাস্ক।
করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর।
তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।কাজলের শেয়ার করা এই ছবি দেখে হাসি থামাতে পারছিলেন না অধিকাংশ নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় বিকিনির যতই ছবি দেন না কেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী কাজল নিজে অবশ্য গোটা জীবনে মাত্র একবারই বিকিনি পরে শ্যুট করেছিলেন। ১৯৯৩ সালের একটি সুপার হিট ছবিতে তাকে বিকিনি পরে দেখা গিয়েছিল। ছবিটির নাম ছিল ‘বেখুদি’। এই ছবির মাধ্যমে বলিউড হার্টথ্রব কাজল চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। প্রসঙ্গত, কাজল তার কেরিয়ারে পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নয় দশক থেকেই তিনি বলিউড দর্শকদের মন জয় করে নিয়েছেন। বলিউডের পর্দায় চেনা ছবির ছক বদলে দিয়েছেন। সে সময়ের তথাকথিত সুন্দরী নায়িকাদের থেকে তিনি একেবারেই ভিন্ন ছিলেন। সাহসী পোশাক পরলেও কখনোই বোল্ড দৃশ্য কিংবা বিকিনিতে তাকে দেখা যায়নি। শুধু অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া তো যথেষ্ট একটিভ এই অভিনেত্রী। বিভিন্ন ধরনের সোবার রঙের শাড়িতেই তিনি হট লুকে সিনেমার পর্দায় ধরা পড়েছেন। ১৯৯৩ সালে তাঁর ছবি ‘বাজিগর ‘ এ তাকে বিকিনি পরে শট দিতে দেখা গিয়েছিল। এটি ছিল তাঁর জীবনের একদম প্রাথমিক পর্বের ছবি। এই হিট ছবির পাশাপাশি তিনি বেশ কিছু ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। যেমন ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’। এছাড়াও আরো অনেক। বলিউড বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেই তার জুটি সবচেয়ে জনপ্রিয়। ছবিতে বিভিন্ন চরিত্রে পোশাক নিয়ে মন্তব্য করতে গিয়ে এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন যে তিনি এমন পোশাক পড়তে অভ্যস্ত যাতে তিনি স্বাচ্ছন্দ অনুভব করেন। ‘বাজিগর’ এর পর তিনি আর কোন ছবিতে বিকিনি পরার প্রয়োজন ছিল না বলেই মনে করেন। বিকিনি না পড়লেও কিংবা বোর্ড দৃশ্যে অভিনয় না করলেও কাজল কিন্তু বলিউড টপ হিরোইনদের থেকে কখনোই পিছনের সারিতে যাননি।

Read More

Latest News