কলকাতা: গত দু'মাসে জ্বর, শ্বাসকষ্ট-এর মতো উপসর্গ নিয়ে রাজ্যে ১৩ হাজার ৬১ টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সকলেই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (ARI) বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসে আক্রান্ত (ILI)। রাজ্য স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে দাবি করেছে, এখন পর্যন্ত রাজ্যে অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তার মধ্যে ১৩ টি ক্ষেত্রে শিশুদের নানা ধরনের গুরুতর কোমর্বিডিটি (Comorbidities) ছিল। যদিও বেসরকারি সূত্রের দাবি, গত দু'মাসে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে মৃতের সংখ্যা প্রায় দেড়শোর কাছে। সরকার বিরোধী বিভিন্ন চিকিৎসক সংগঠনে দাবিও একই। ওই সংগঠনগুলির অভিযোগ সরকার করোনার মতোই এদিনৰ ক্ষেতের মৃতের সংখ্যা কম করে দেখাচ্ছে। আসল তথ্য গোপন করতে চাইছে।
এদিকে, বুধবার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন মোকাবিলায় ফের আর একটি নির্দেশিকা জারি করেছে। তাতে কী বলা হয়েছে , দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: BAN vs ENG | বার বার আসুক ইংল্যান্ড, ভাসিয়ে দিক আনন্দধারায়! মিষ্টিমুখে কটাক্ষ বাংলাদেশের সাংবাদিকের
কীভাবে বুঝবেন আপনার শিশু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে ভুগছে?
১) এই রোগে আক্রান্ত হলে শিশুদের শরীরের পাশাপাশি বড়দের শরীরেও ৩ এর বেশি জ্বর থাকবে
২)নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা বা কাশি
৩)শিশুদের মধ্যে ঝিমোনো ভাব
৪) কোনও কোনও ক্ষেত্রে আবার বাচ্চাদের বমি ও পাতলা পায়খানাও
৫) দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট
এই সব উপসর্গ থাকলেই অভিভাবকদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে নির্দেশিকায়।
এই রোগ হলে কী করতে হবে,জেনে নিন;
১) বেশি পরিমাণে জল ও তরল খাবার খাওয়াতে হবে
২) পাতলা পায়খানা হলে O.R.S. খাওয়াতে হবে
৩) জ্বরের জন্য প্রয়োজনে প্যারাসিটামল দিতে হবে। ১০-১৫ মিলিগ্রাম ডোজ সর্বাধিক দিনে পাঁচবার চার ঘণ্টার ব্যবধানে খাওয়াতে হবে
৪) ওষুধে জ্বর না কমলে জল দিয়ে বারবার গা মোছাতে এবং মাথা ধোয়াতে হবে
৫) নাক বন্ধ হয়ে গেলে লবণ জলের ফোঁটা ব্যবহার করা যেতে পারে
সর্তর্কতামূলক ব্যবস্থা:
১) ভিড় থেকে শিশুকে দূরে রাখুন
২) মাস্ক ব্যবহার করুন
৩) হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করুন
৪) শিশু কোনও ভাবে অসুস্থ হলে স্কুলে পাঠাবেন না
৫) বারবার হালকা গরম পানীয় খাওয়ান
এছাড়াও, প্রয়োজন হলে টেলিমেডিসিনে চিকিৎসকের পরামর্শ নিন। নম্বরটি হল: ১৮০০-৩১৩-৪৪৪-২২২।
শেয়ার করুন