1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
Apple Cider Vinegar | ওজন কমায় আবার ত্বকও ভালো রাখে, কী বলুন তো?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by: 
  • Update Time : 22-05-2023, 9:46 am

ওজন কমানো থেকে সুগার, পেটের জমে থাকা মেদ কমানো, একাধিক স্বাস্থ্য সমস্যার দাওয়াই অ্যাপেল সাইডার ভিনেগার। কেবল শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর এই উপাদানটি। তবে এই ভিনেগার কখনই শুধু খাবেন না, তাহলে উপকারের পরিবর্তে ক্ষতিই হবে আপনার। অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে পান করবেন।

ওজন কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যাপেল সাইডার ভিনেগার ওজন কমাতে সাহায্য করে। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড শরীরে ফ্যাট জমতে দেয় না, খিদে কমায়, হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং ফ্যাট বার্ন করে। 

ত্বক ভাল রাখে ব্রণ, পিম্পল এবং ত্বকের নানা সমস্যা কমাতে পারে অ্যাপেল সাইডার ভিনেগার। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে৷ দাঁত ভাল রাখে দাঁত ভাল রাখতে পারে অ্যাপেল সাইডার ভিনেগার।

আরও পড়ুন: Stadium Bulletin | স্বপ্নের উড়ানে রিঙ্কু সিং! কেকেআর ম্যানেজমেন্টকে কড়া বার্তা মোহনবাগানের

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অ্যাপেল সাইডার ভিনেগার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু অ্যাপেল সাইডার ভিনেগার পান করলেই হবে না, এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে চিনিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

এটি মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ দূর করে। সেল ড্যামেজ প্রতিরোধ করে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের ত্বককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এর ফলে আমাদের কোষ ভাল থাকে এবং অক্সিডেটিভ সেল ড্যামেজ কমাতে সাহায্য করে।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ অ্যান্টি-ব্যাকটেরিয়াল সমৃদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার শরীরের খারাপ ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন মেরে ফেলে। যে কারণে আমাদের শরীর নানা সংক্রমণ ও রোগভোগ থেকে মুক্তি পায়। তাছাড়া, অ্যাপেল সাইডার ভিনেগার দীর্ঘ সময় খাবার সংরক্ষণ করতেও সাহায্য করে। অন্ত্র ভাল রাখে।

Tags : Apple Cider Vinegar Good Health Health Tips Diet

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.