নিউইয়র্ক: এক বছর আগে স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনা মোমবাতি নিয়ে আমেরিকানরা স্মরণ করলেন। উভালডে (Uvalde) ট্র্যাজেডি। হোয়াইট হাউসেও এজন্য মোমবাতি প্রদর্শন (White House candlelight event) হয়েছে। আমেরিকানরা যেন বুধবার কিছুক্ষণের জন্য থেমে যায়। ২১ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। এক বছর আগে একটি এলিমেন্টারি স্কুলে শ্যুট আউটের ঘটনা। প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) এদিন ফের আহ্বান করেন, ঘাতক অস্ত্র নিষিদ্ধ (ban on assault weapons) করা হোক। উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্দুক নিষিদ্ধ হোক। অনেকগুলি স্কুল, অনেকগুলি জায়গা ঘাতক জায়গায় পরিণত হচ্ছে। ২০২২ সালের ২৪ মে ১৮ বছরের যুবক একটি ক্লাসরুমে গুলি চালিয়েছিল। উভালডেতে রব এলিমেন্টারি স্কুলে ওই ঘটনা ঘটে। সেখান থেক দু মাইল দূরে একটি অ্যাম্পিথিয়েটারে এদিন সবাই জড়ো হয়েছিলেন।
সেই ঘটনায় ১৯ জন শিশু ও দুজন শিক্ষকের মৃত্যু হয়েছিল। ১৭ জন জখম হয়েছিলেন। এক দশকে সবচেয়ে বেশি মৃত্যু এই ইউএস স্কুল শ্যুটিংয়ে। বুধবার সন্ধ্যায় শয়ে শয়ে কমিউনিটি সদস্যরা উভালডে মেমোরিয়াল পার্কে জড়ো হয়েছিলেন গান, প্রার্থনা করার জন্য। যাঁরা সেদিন শ্যুটিংয়ের ঘটনায় বেঁচে ফিরেছেলিনে তাঁরাও ছিলেন সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল লাইভস রবড। উভালডেতে হতভাগ্যদের সাহায্য করার জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছিল। বিগত বছরগুলিতে আমেরিকাতে এধরনের হামলা হয়নি। এতো প্রাণ যায়নি। যদিও বন্দুকবাজের হামলার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আকছার বলা যেতে পারে।
আরও পড়ুন: New Parliament Building Row | সংসদের নতুন ভবন উদ্বোধনের বিতর্কের জল গড়াল সুপ্রিম কোর্টে
এই প্রসঙ্গে বাইডেন বলেন, আমরা এই মহামারী শেষ করতে পারব না। যতক্ষণ না কংগ্রেসে বন্দুক নিরাপত্তা সংক্রান্ত আইন পাশ না হচ্ছে। মারাত্মক লোকেদের হাত থেকে যতক্ষণ না বন্দুক নিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ এই ঘটনা ঘটবে। তিনি আরও বলেন, এটা কাজের সময়। এই সময় আমাদের কণ্ঠস্বর তুলে ধরার। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মৃত শিশু ও শিক্ষকদের জন্য প্রার্থনা করেন।
শেয়ার করুন