কলকাতা: ব্রাজিলের সাও পাওলোর (Sao Paolo) কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা ৬২ জনেরই। সাও পাওলো বিমানবন্দরেই যাচ্ছিল স্থানীয় টার্বোপ্রপ বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভিনহেদোর (Vinhedo) বসতি এলাকায় ভেঙে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে পাক খেতে খেতে নীচে নেমে আসছে। মাটিতে আছড়ে পড়ার পর তাতে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীর সৃষ্টি হয়।
আরও পড়ুন: পাকিস্তান সরকার আর দুমাস, বার্তা ইমরান খানের
ANOTHER ANGLE OF THE TRAGIC PLANE CRASH IN BRAZIL TODAY 🚨
WHAT DO YOU NOTICE??? pic.twitter.com/CU3hhpOWbo
— Matt Wallace (@MattWallace888) August 9, 2024
ভালহিনহো শহরের আধিকারিকরা জানিয়েছেন, বিমানের কেউই জীবিত নেই। বিমানটি ভেঙে পড়ায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সেই বাড়ির বাসিন্দারা অক্ষত রয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
ভোয়েপাস (Voepass) সংস্থার পরিচালিত বিমানটি পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে উড়েছিল এবং সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সাও পাওলো থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে ভিনহেদোতে ভেঙে পড়ে। ভোয়েপাস প্রথমে জানিয়েছিল, বিমানে ছিলেন ৫৮ জন যাত্রী, পরে ৫৭ বলা হয়। বাকি পাঁচজন পাইলট এবং বিমানকর্মী। এর বেশি কিছু এখনও জানাতে পারেনি সংস্থাটি। কী কারণে নিয়ন্ত্রণ হারাল, কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত হবে।
দেখুন খবর: