কলকাতা: লেবাননে হিজবুল্লা ইউনিটগুলিতে পেজার, ওয়াকিটকি বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়েছে সারা দুনিয়ায়। হিজবুল্লা (Hezbollah) গোষ্ঠী এ নিয়ে সরাসরি ইজরায়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও ইজরায়েল (Israel) মুখ খোলেনি। গত কয়েকদিনে বারবার পেজার-ওয়াকিটকি বিস্ফোরণের খবর আসছিল, তবে তাতে হতাহতের সংখ্যা ঠিক কী তা জানা যাচ্ছিল না। এবার হিজবুল্লা গোষ্ঠীর ভিতরকার রিপোর্ট বলছে, তাদের ৮৭৯ জন সৈনিকের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে অন্তত ২৯১ জন উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও ১৩১ জন ইরানীয় এবং ৭৯ জন ইয়েমেনের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আর একটা যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছে।
আরও পড়ুন: তুমি কে? আমি কে? স্লোগানে ফের উত্তপ্ত বাংলাদেশ
এদিকে ইজরায়েলকে এক বছরের গাজা (Gaza) ছাড়তে বলল রাষ্ট্রপুঞ্জ (United Nations)। প্যালেস্তাইনের কিছু অংশে বেআইনিভাবে কবজা করে আছে ইজরায়েল, তাদের দ্রুত এলাকা ছাড়া উচিত এই দাবিতে রাষ্ট্রপুঞ্জে একটি খসড়া প্রস্তাব পেশ করে প্যালেস্তাইন (Palestine)। এতে সম্মতি দেয় জানায় ১২৪টি দেশ, ইজরায়েল সহ অসম্মতি জানায় মাত্র ১৪টি দেশ। ভোটদান থেকে বিরত থেকেছে ৪৩টি দেশ, তার মধ্যে আছে ভারত। ভোটাভুটিতে হারলেও ইজরায়েল নিজের অবস্থান থেকে সরবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
দেখুন অন্য খবর: