বর্তমানে বছরের শেষ মাস চলছে। আর মাত্র কয়েক দিন পরেই আসছে নতুন বছর। বছর শুরুর আগে উচ্ছ্বাস যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে ভবিষ্যৎবানী নিয়ে চিন্তাও। ২০২৫ শুরুর আগেই যা নিয়ে জোর চর্চা চলছে, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। বহু বছর ধরে বাবা ভাঙ্গার বিভিন্ন বাণী মিলে গিয়েছে সকলের জীবনে। তার ওপর সবাই ভরসা করে থাকেন অনেকেই। আর এবার ভয় ধরানো ভবিষ্যৎবাণী করলেন বাবা ভাঙ্গার।
তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করলেন বাবা ভাঙ্গা!
ইতিমধ্যে বাবা ভাঙ্গার জানিয়েছেন, ২০২৫ সালে গোটা বিশ্ব এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে। আর এই যুদ্ধ হবে ইউরোপ মহাদেশে। এর ফলে প্রচুর মানুষ মারা যাবেন। প্রচুর সম্পদের ক্ষতি হবে বলেও জানান তিনি। তিনি বলেছেন, মূলত প্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধের মাশুল দেবে পশ্চিম। অর্থাৎ এই যুদ্ধে তছনছ হবে পশ্চিমের দেশগুলি।
আরও পড়ুন: স্নানের সময়ও মাথায় রাজমুকুট থাকত অসীন! মায়ের না-জানা কথা ফাঁস করলেন চার্লস
তাঁর মতে, এই যুদ্ধে নেতৃত্ব দেবে রাশিয়া। তার সঙ্গে বিশ্বের সব প্রধান দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে কোনও দেশ এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। গোটা মানবজাতির কাছে এই যুদ্ধ ভয়ের পরিবেশ তৈরি করবে।
আর কী বলেছেন বাবা ভাঙ্গা? তিনি বলেছেন, সিরিয়ার পতনের সঙ্গে সঙ্গেই পশ্চিম এবং পূর্বের মধ্যে একটি বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে। যুদ্ধ শুরু হবে বসন্তে। তাঁর কথায়, পূর্বে একটি যুদ্ধ শুরু হবে যা পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধতে। যুদ্ধ ছাড়াও তিনি অন্য বিপদের আশঙ্কাও উল্লেখ করেছেন কথায়। আগামী বছর অপার্থিব প্রাণী কুলের সঙ্গে পৃথিবীর মানুষের যোগাযোগ বাড়বে। আর তার সঙ্গেই নাকি পৃথিবীতে নেমে আসবে বড় বিপদ।
দেখুন আরও খবর: