গাজিয়াবাদ: গাজিয়াবাদের এয়ারবেস ছাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। মঙ্গলবার তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ বিমানটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে রওনা দিয়েছে। কিন্তু বিমানটি কোথায় গিয়েছে, তা এখনও জানা যায়নি। এমনকী ওই বিমানে শেখ হাসিনা ছিলেন কিনা, সে বিষয়ও কিছু স্পষ্ট নয়। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি।
The C-130J transport of the Bangladesh Air Force took off from the Hindon air base in the morning today around 9 AM and is moving towards its next destination. Indian security agencies are monitoring it closely: Sources
— ANI (@ANI) August 6, 2024
সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। তাঁর গন্তব্য ছিল লন্ডন। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। তাই তাঁর বিমান নামে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে। সূত্রের খবর, সেখানেই রাতে ছিলেন হাসিনা। আগামী কয়েক দিনও গাজিয়াবাদেই থাকতে পারেন তিনি। সূত্রের আরও দাবি, ব্রিটেন না করে দিলে কোথায় যাবেন, তা-ও ভেবে দেখছেন হাসিনা। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকতে চান তিনি।