ঢাকা: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। সে দেশের সেনা প্রধান ঘোষণা করেছেন ৪৮ ঘণ্টার মধ্য অন্তর্বর্তী সরকার গঠন করবেন। তারপরও অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি। তবে মঙ্গলবার থেকে কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা থেকে সম্পূর্ণ শিথিল করা হয়েছে কার্ফু। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত আন্তর্বাহিনী জনসংযোগ দফতর থেকে সোমবার রাতেই এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে অফিস, স্কুল-কলেজও।
হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সোমবার বিকেলে সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব রাজনৈতিক দলকে সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ, কোথায় কোথায় আগুন লাগানো হল দেখুন
বাংলাদেশের আন্তর্বাহিনী জনসংযোগ দফতর তরফে মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই সে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান চালু থাকবে। খোলা থাকবে কারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও।
দেখুন আরও অন্যান্য খবর: