কলকাতা: বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির মোনফ্যালকন (Monfalcone) শহরের মেয়র। ৩০ হাজার বাসিন্দার সমুদ্র তীরবর্তী শহর মোনফ্যালকন। এখানকার প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীই বিদেশি। যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম। গত শতাব্দীর নয়ের দশকে বড় বড় প্রমোদতরী বানানোর জন্য এই বাংলাদেশিরা মোনফ্যালকন শহরে পাড়ি দিয়েছিলেন। মোনফ্যালকনের মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত (Anna Maria Cisint) মনে করছেন, বাংলাদেশি মুসলিমদের জন্যই শহরের সংস্কৃতি ‘দূষিত’ হচ্ছে।
অভিবাসনবিরোধী মনোভাবকে উসকে দিয়েই ক্ষমতায় এসেছিলেন ডানপন্থী লিগ পার্টির এই নেত্রী। এখন তিনি নেমেছেন নতুন মিশনে। ‘শহর সুরক্ষা’ নামের এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে তুলে ধরতে চাইছেন মেয়র অ্যানা মারিয়া।
আরও পড়ুন: ঢাকা অবরুদ্ধ করার ডাক দিলেন বাংলাদেশের সংখ্যালঘুরা
ইতালীয় নাগরিকরা পশ্চিমি সংস্কৃতিতে বিশ্বাসী, তাঁদের পোশাক-আশাক সেই সংস্কৃতির অঙ্গ। এদিকেবাংলাদেশি নারীদের দেখা যায় সালোয়ার-কামিজ এবং হিজাবে। শহরটিতে রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান আর রেস্তোরাঁও। এসবই দৃষ্টিকটু, চক্ষুশূল ঠেকেছে মেয়রের কাছে।
শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশিরা বসে সময় কাটাতেন, সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছে অ্যানা মারিয়ার প্রশাসন। সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন, তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। শহরের দুটি ইসলামিক সেন্টারে জামাতে নামাজ আদায় নিষিদ্ধের পর মোনফ্যালকনে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রসঙ্গত, ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন এই মেয়র। যদিও দেশটিতে অ-ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে।
দেখুন অন্য খবর: