কলকাতা: নাসার (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে (Sunita Williams) ছাড়াই পৃথিবীতে ফিরে আসবে বোয়িং সংস্থার স্টারলাইনার মহাকাশযান। ফেরা হচ্ছে না আর এক নভোচর বুচ উইলমোরেরও (Butch Willmore)। এ বছরের জুন মাসে স্টারলাইনারে (Starliner) চেপে মহাকাশে গিয়েছিলেন দুজনেই। কিন্তু এই স্পেস ক্যাপসুল আগামী ৭ সেপ্টেম্বর ফিরে আসবে কোনও যাত্রী ছাড়াই। সুনীতা এবং বুচের আগামী বছরের আগে নিজেদের গ্রহে ফেরা হচ্ছে না। ২০২৫ সালে স্পেস এক্স সংস্থার (Space X) ড্রাগন মহাকাশযান ফিরিয়ে আনবে তাঁদের।
স্টারলাইনার মহাকাশযানের থ্রাস্টারগুলিতে সমস্যা দেখা দিয়েছিল। এমনকী যানের মধ্যে একাধিক জায়গায় হিলিয়াম গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটে। ফলে মহাকাশচারীদের তাতে চেপে পৃথিবীতে ফেরা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। সে কারণেই আরও বেশ কিছুদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে হবে সুনীতা এবং বুচকে।
আরও পড়ুন: অ্যাপল ভারতে ৬ লাখ চাকরি দেবে
নাসা জানিয়েছে, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.০৪টায় মহাকাশ স্টেশন থেকে আলাদা হবে স্টারলাইনার। ৭ সেপ্টেম্বর ১২.০৩টায় পৃথিবীর মাটি স্পর্শ করার কথা সেটির। হালকা করে নামানোর জন্য মহাকাশযান অবতরণে ব্যবহৃত হবে প্যারাশুট এবং এয়ারব্যাগ। ল্যান্ডিং স্পটে উপস্থিত থাকবে রিকভারি টিম, তাঁরা মহাকাশযানটিকে মেরামত করে কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Centre) নিয়ে আসার ব্যবস্থা করবেন। প্রসঙ্গত, স্টারলাইনারের পৃথিবীপৃষ্ঠে ফেরার প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়।
দেখুন অন্য খবর: