মালে: শনিবার মালদ্বীপে (Maldives) ১৪ বছর বয়সী একটি বালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কারণ তাকে এয়ারলিফ্টের জন্য ভারতের দেওয়া ডর্নিয়ার বিমান ব্যবহার করার অনুমতি দেয়নি মালদ্বীপের প্রশাসন, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর একটি দল গত কয়েক বছর ধরেই মালদ্বীপে মোতায়েন রয়েছে। মালদ্বীপে আগের সরকারের আবেদনে ভারত সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ত্রাণ কাজে সহায়তার জন্য সেখানে সেনা মোতায়েন করে।
২০১০ সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় সেনা মালদ্বীপে রয়েছে। কিন্তু বর্তমানে, মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) ১৫ মার্চের মধ্যে এই সেনাদের মালদ্বীপ থেকে সরাতে বলেছে ভারতকে। এই আবহে শনিবার মালদ্বীপে ১৪ বছর বয়সী এক বালকের মৃত্যুর খবর সমানে এসেছে।
আরও পড়ুন: মালদ্বীপকে ভারত কীভাবে বাঁচিয়েছিল? জানুন সেই ইতিহাস
মালদ্বীপের সংবাদমাধ্যমকে মৃত বালকের বাবা জানিয়েছেন, ব্রেন টিউমার ছিল তাঁর সন্তানের। আকস্মিক স্ট্রোক হওয়ার পর তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। সেইসময় সন্তানকে মালেতে নিয়ে যাওয়ার জন্য আইল্যান্ড এভিয়েশনকে কল করেছিলেন তিনি, কিন্তু তারা কোনও উত্তর দেয়নি। পরে পরিবারের তরফে তাকে বাড়ি থেকে রাজধানী মালেতে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন ওই ব্যক্তি। কিন্তু সঠিক সময়ে তারও ব্যবস্থা হয়নি।
Media Statement: Regarding the Emergency Medical Evacuation Incident from GA Vilingili on January 18, 2024 pic.twitter.com/4weAjLEPPA
— Aasandha Company Ltd (@AasandhaLtd) January 20, 2024
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করায় তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ পরিদর্শনের ভিডিও প্রকাশ করার পর মালদ্বীপের তিন মন্ত্রী তা নিয়ে নেতিবাচক পোস্ট করেন। ফলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরকে ঘিরে ভারত-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ কিছুটা তিক্ততা তৈরি হয়েছে। কোথাও কি সেই তিক্ততার মাশুল গুনতে হল ১৪ বছর বয়সী ওই বালককে? প্রশ্ন উঠেছে।
আরও খবর দেখুন