কলকাতা: আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) সঙ্গে বিতর্কে বসতে রাজি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মুখোমুখি এই বিতর্কের আহ্বান জানিয়েছিল সে দেশের নামী সংবাদমাধ্যম ফক্স নিউজ (Fox News)। সম্প্রতি ডেমোক্র্যাট দলের নেতাদের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট পদের মনোনয়ন পেয়েছেন হ্যারিস। তারপরেই মুখোমুখি বিতর্কে বসতে রাজি ট্রাম্প। তিনি এও জানিয়েছেন, এই বিতর্ক হবে পেনসিলভানিয়ায়, প্রচুর দর্শকের সামনে।
জুন মাসে জো বাইডেনের (Joe Biden) সঙ্গে বিতর্কে বসেছিলেন ট্রাম্প। সেই বিতর্কে বাইডেনকে মাত করে দিয়েছিলেন তিনি। এরপরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেনকে সরানোর তুমুল দাবি ওঠে তাঁর দলের মধ্যেই। প্রেসিডেন্টের বয়স এবং মস্তিষ্কের গোলমাল হয়েছে বলে দাবি করে ডেমোক্র্যাটরা (Democrats)। বেগতিক বুঝে মনোনয়ন থেকে নিজের নাম সরিয়ে নেন বাইডেন।
আরও পড়ুন: ইজরায়েলগামী উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া
এরপরে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী হিসেবে এগিয়ে আসেন হ্যারিস। দলের নেতাদের সমর্থনও পান। হ্যারিসের মনোনয়ন দেওয়ার আগে পর্যন্ত তাঁর সঙ্গে বিতর্কে বসতে রাজি ছিলেন না রিপাবলিকান (Republican) প্রার্থী ট্রাম্প। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ৪ সেপ্টেম্বর বুধবার ফক্স নিউজের আহ্বানে কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে বসতে আমি রাজি। এই বিতর্ক এবিসি নিউজে ‘ঘুমন্ত’ বাইডেনের সঙ্গে হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর পদপ্রার্থী না হওয়ায় ভেস্তে গিয়েছে।
ট্রাম্প এও জানান, এবিসি নেটওয়ার্কের সঙ্গে তাঁর আইনি সমস্যা চলছে সে কারণেই ফক্স নিউজ এই বিতর্কের আয়োজন করবে পেনসিলভানিয়ার কমনওয়েলথে। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন ব্রেট বায়ের এবং মার্থা ম্যাককালাম। বিতর্কের নিয়মাবলি একই থাকবে, তবে এবার তা হবে দর্শকভর্তি এরিনায়।
দেখুন অন্য খবর: