কলকাতা: আর দু’ মাস পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন (USA President Elections)। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বনাম ডেমোক্র্যাটিক দলের কমলা হ্যারিস (Kamala Harris)। নির্বাচনে লড়ার আগে দুই প্রার্থী বসছেন চলেছেন মুখোমুখি বিতর্কে। আমেরিকান সংবাদ সংস্থা এবিসি নিউজে (ABC News) ১০ সেপ্টেম্বর রাত ৯টায় (ভারতীয় সময়ানুযায়ী ১১ সেপ্টেম্বর সকাল ৬.৩০) এই বিতর্ক সভা। সঞ্চালনার দায়িত্বে থাকবেন এবিসি নিউজের ডেভিড মুইর এবং লিনসে ডেভিস।
প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ এই প্রথমবার নয়। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে যুক্তির লড়াই হয়েছে তাঁর। সে লড়াইয়ে ধরাশায়ী হয়েছিলেন বাইডেন। তাঁর অসংলগ্ন কথাবার্তা শুনে ডেমোক্র্যাটিক দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়। ৮১ বছরের বাইডেন আদৌ সুস্থ নন, প্রেসিডেন্ট পদে তাঁর লড়া উচিত নয়, এমন দাবি ওঠে দল থেকেই। এরপর ২১ জুলাই নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন বাইডেন, দলের সমর্থন জোগাড় করে প্রার্থী হন হ্যারিস।
আরও পড়ুন: আওয়ামি লিগ ও বিএনপির পার্থক্য কোথায়? প্রশ্ন আক্রান্ত ইউটিউবারের
ট্রাম্প-হ্যারিসের এটাই প্রথম সামনা-সামনি বাগযুদ্ধ। এই যুদ্ধের সময়সীমা ৯০ মিনিট, তার মধ্যে থাকবে দুটি বিজ্ঞাপন বিরতি। প্রশ্ন করতে পারবেন শুধুমাত্র মডারেটররাই এক্ষেত্রে মুইর ও ডেভিস। যে সময় যিনি বক্তব্য পেশ করছেন শুধুমাত্র তাঁর মাইক্রোফোনই সক্রিয় থাকবে, ফলে একজনের কথার মধ্যে অন্য জন কথা বলতে পারবেন না।
পোডিয়াম পোজিশন এবং কে শেষে অন্তিম ভাষণ দেবেন তা নির্ধারণ করতে টস হয়েছিল। সেই টসে জিতে ট্রাম্প শেষে অন্তিম ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে হ্যারিস নিজের পোডিয়াম পোজিশন বেছে নিয়েছেন, টিভির পর্দার ডান দিকে দেখা যাবে তাঁকে। কোনও প্রারম্ভিক ভাষণ থাকবে না এবং বিদায়ী ভাষণ দুই মিনিটের বেশি হওয়া যাবে না।