কলকাতা: সপ্তাহে পাঁচদিন অফিসে এসেই কাজ করতে হবে, না করতে চাইলে কোম্পানি ছাড়তে হবে, এমন বার্তা দিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসের (Amazon Web Service) সিইও ম্যাট গারম্যান (Matt Garman)। ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) নয়, আগামী বছরের জানুয়ারি থেকে অফিসেই সপ্তাহে পাঁচদিন কাজের নিয়ম চালু করতে চলেছে এডব্লুএস। সেই নিয়মের সমর্থনেই কড়া বার্তা দিলেন সিইও।
গারম্যান বলেন, যদি কেউ অফিসের পরিবেশে ভালো কাজ না করতে পারে, তাহলে ঠিক আছে, অন্য অনেক কোম্পানি আছে। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপ কোনও নেতিবাচক মনোভাব নিয়ে করা হয়নি বরং একত্রিত হয়ে কাজ করার পরিবেশ তৈরি করতে চায় অ্যামাজন, সেই উদ্দেশ্যেরই প্রতিফলন এটি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে হিংস্র রাষ্ট্রের তকমা দিতে সংবিধান বদলাল উত্তর কোরিয়া
কেন হঠাৎ এই পদক্ষেপ। গারম্যান বলছেন, এখন যে তিনদিন অফিসে বসে কাজের নীতি রয়েছে তা ঠিকমতো ফলপ্রসূ হচ্ছিল না। দূরবর্তী কাজের ফলে হয়ে উদ্ভাবন এবং মিলেমিশে কাজ করার বিষয়টি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সিইও বলেন, “চিত্তাকর্ষক প্রোডাক্টগুলির ক্ষেত্রে আমরা নতুন নতুন চিন্তাভাবনা করতে চাই, কিন্তু সশরীরের অফিসে না থাকলে তা করা যাচ্ছে না।”
অফিসে গিয়ে সপ্তাহে পাঁচদিন কাজ করার নীতিতে অসন্তুষ্ট অ্যামাজনের বহু কর্মী। তাঁদের দাবি, এর ফলে যাতায়াতে সময় নষ্ট হয়। অফিসে কাজ করলে সুবিধা হওয়ার যে দাবি করা হচ্ছে, তথ্যাবলি তার সমর্থন করে না। শোনা যাচ্ছে, পাঁচদিন কাজে অনিচ্ছুক বহু কর্মীকে বলা হয়েছে স্বেচ্ছায় ইস্তফা দিতে।