কলকাতা: পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক (Elon Musk)। এই তথ্য দিল ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স (Bloomberg Billionaire Index)। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, সম্প্রতি শেয়ার থেকে ৫০ বিলিয়ন ডলারের মতো সম্পত্তি বেড়েছে মাস্কের স্পেস এক্স সংস্থার (Space X)। ফলে স্পেস এক্স-এর মোট সম্পত্তি দাঁড়িয়েছে ৩৫০ বিলিয়ন ডলারে। যা এটিকে বিশ্বের সবথেকে দামি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা করেছে। সবমিলিয়ে মাস্কের সম্পত্তি এখন ৪৪৭ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৩৮ লক্ষ কোটি টাকা।
শুধু স্পেস এক্সই নয়, মাস্কের ফুলে-ফেঁপে ওঠার কারণ তাঁর আর এক সংস্থা টেসলা মোটর্স (Tesla Motors)। শেয়ার বাজারে টেসলার প্রতিটি শেয়ারের দাম উঠেছে ৪১৫ ডলার যা তাদের সর্বকালীন রেকর্ড। পেট্রোল-ডিজেল থেকে সরে বিদ্যুৎচালিত গাড়িকেই ভবিষ্যৎ হিসেবে মনে করছে মানুষ, সে কারণেই তারা টেসলা মোটর্সে অর্থ লগ্নি করছে।
আরও পড়ুন: বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম! হুলস্থুল নেটপাড়ায়
মাস্কের লক্ষ্মীলাভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেয়ার বাজারের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জেতার পরেই টেসলার শেয়ার বেড়েছে ৬৫ শতাংশ হারে। যার ফলে মুনাফা হয়েছে বহু বিলিয়ন ডলার। লগ্নিকারীদের আশা, নতুন প্রশাসনের অধীনে নিয়মনীতির বদলে সুবিধা পাবে মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা, সেই কারণেই বেড়েছে লগ্নির পরিমাণ। এবং ফুলে-ফেঁপে উঠেছেন ইলন মাস্ক।
দেখুন অন্য খবর: