কলকাতা: নেপালে (Nepal) প্রবল বর্ষণের জেরে বন্যা (Flood) এবং ধসে (Landslide) শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১২ জনের। অন্তত ১০০ জন আহত এবং নিখোঁজ এখনও অন্তত ৬৮ জন। শুক্রবার থেকে এভারেস্টের দেশে অবিশ্রান্ত বৃষ্টি চলছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যা ও ধসের কমপক্ষে ২০০টি ঘটনা ঘটেছে এবং তা বাড়বে বলেই আশঙ্কা।
বৃষ্টির ফলে বন্যা এবং ধসের ঘটনা দক্ষিণ এশিয়ার (South Asia) দেশগুলিতে নতুন নয়। কিন্তু বিশেষজ্ঞেরা জানিয়েছেন, তার তীব্রতা এবং বাড়বাড়ন্তের কারণ জলবায়ুর পরিবর্তন। শনিবার নেপালে ২৪ ঘণ্টায় ৩২৩ মিলিলিটার বৃষ্টি হয়েছিল যা গত ৫৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জলবায়ু এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুণ ভক্ত শ্রেষ্ঠা জানিয়েছেন, তিনি কাঠমান্ডুতে এত ভয়াবহ বন্যা দেখেননি।
আরও পড়ুন: হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরানো হল
উদ্ধারকাজে সহায়তা করতে ৩০০০-এর বেশি নিরাপত্তা কর্মী কাজে লাগানো হয়েছে। তার সঙ্গে রয়েছে হেলিকপ্টার এবং মোটরবোট। নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট অনুযায়ী বৃষ্টি ও ধসে অন্তত ৪১২,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) চারপাশে যত নদী আছে তা উপচে পড়েছে। নিকটবর্তী বাড়ি ঘরদোর জলমগ্ন অবস্থায়। প্রবল বৃষ্টির পর কাঠমান্ডুর প্রধান নদী বাগমতীতেও বিপদসীমার উপর দিয়ে জল বইছে। আতঙ্কিত মানুষজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ বন্যার জলে সাঁতরে আশ্রয় খুঁজছেন। উদ্ধারকারী দল তাদের সাধ্যমতো কাজ করে চলেছে।
দেখুন অন্য খবর: