Tuesday, July 8, 2025
Homeআন্তর্জাতিকপৃথিবীকে শরিয়তের অধীনে আনব, হুমকি হামাস কমান্ডারের

পৃথিবীকে শরিয়তের অধীনে আনব, হুমকি হামাস কমান্ডারের

Follow Us :

তেল আভিভ: ইজরায়েল (Israel) এবং গাজার (Gaza) মধ্যে চলমান সংঘাতের মাঝেই হামাস কমান্ডার মহম্মদ আল-জাহারের (Hamas Commander Mahmoud al-Zahar) হুমকি ভিডিওবার্তা। যেখানে তাঁর সংগঠন বিশ্বব্যাপী আধিপত্যের সতর্কবার্তা দিয়েছে। এক মিনিটেরও বেশি সময়ের হামাসের সিনিয়র কর্মকর্তার ওই ভিডিওবার্তা ইতিমধ্যে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। ভিডিওতে কমান্ডার জাহারের দাবি, ইজরায়েল তাদের প্রাথমিক লক্ষ্য। গোটা বিশ্বকে শরিয়তের অধীনে আনাই তাদের প্রধান লক্ষ্য।

ভিডিওতে কমান্ডার জাহার আরও বলেছেন, ইসরায়েল শুধুমাত্র প্রথম টার্গেট। পুরো গ্রহটি আমাদের শাসনের অধীনে থাকবে। গোটা পৃথিবীতে অবিচার, নিপীড়ন, হিংসা ও অপরাধ সংঘঠিত হচ্ছে প্যালিস্তিনীও এবং আরব দুনিয়ার উপর। লেবানন, সিরিয়া ইরাক এবং অন্যান্য দেশ এই অত্যাচারের শিকার।

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে মৃত ১২০০

এই ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্য়েই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তিনি ইজরায়ের সঙ্গে গাজার বিরুদ্ধে চলা সংঘর্ষের প্রেক্ষিতে ঘোষণা করেন, ফিলিস্তিনিও গোষ্ঠীর প্রতিটি সদস্য লক্ষ্য ছিল।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39