কলকাতা: সোমবার প্রবল জনরোষের মধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সঙ্গে ছিলেন তাঁর বোন রেহানা। তার আগেই পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন হাসিনা। পাকাপাকিভাবে কোথায় আশ্রয় নিতে হয় তাঁকে তা নিয়ে চলছে জল্পনা।
হাসিনার দেশ ছাড়ার মুহূর্ত থেকেই নজর ছিল তাঁর রুট ম্যাপের দিকে। সোমবার বাসভবন থেকে প্রথমে হেলিকপ্টারে করে কুর্মি টোলা বায়ুসেনা ঘাঁটিতে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখান থেকে বায়ুসেনার বিমানে প্রথমে আগরতলা (Agartala), সেখান থেকে কলকাতা (Kolkata) এবং সবশেষে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে (Hindon Airbase) যান তিনি।
আরও পড়ুন: হাসিনার আগে পরে দেশ ছেড়েছেন আওয়ামি লিগের এইসব নেতারাও!
হাসিনার বিমান আগরতলা এবং কলকাতায় পৌঁছলেও সেখানে নামতে দেওয়া হয়নি। সে সময়ে আকাশে চক্কর মারতে থাকে বিমানটি। এরপর গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণের অনুমতি দেওয়া হয় হাসিনার বিমানকে।
আপাতত দিল্লিতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবার রাত থেকেই জল্পনা চলছিল তাঁর আশ্রয়স্থল নিয়ে। শোনা যাচ্ছিল লন্ডনের (London) নাম। কিন্তু আপাতত সেখানে যাওয়া হচ্ছে না, ভারতের রাজধানীই আরও এক-দুই দিন তাঁর ঠিকানা হতে চলেছে বলে খবর।
দেখুন অন্য খবর: