কলকাতা: কানাডায় (Canada) এক হিন্দু মন্দিরের (Hindu Temple) দেওয়ালে লেখা হল খলিস্তানি (Khalistani) স্লোগান! এডমন্টনের বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে তৈরি করা হল গ্রাফিতি। এই ঘটনার তুমুল নিন্দা করেছে কানাডার বিশ্ব হিন্দু পরিষদ (Visva Hindu Parishad)। সে দেশে ক্রমাগত বাড়তে থাকা চরমপন্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরেও আন্দোলন থামছে না বাংলাদেশে
বিশ্ব হিন্দু পরিষদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখা হয়, বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে (BAPS Shri Swaminarayan Temple) ভাঙচুর এবং হিন্দু-বিরোধী গ্রাফিতির কড়া নিন্দা করছে ভিএইচপি। এ দেশে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানো ক্রমবর্ধমান চরমপন্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সর্বস্তরের কাছে আর্জি জানাচ্ছি।
কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি গ্রাফিতির ঘটনা এই প্রথম নয়। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) হত্যার পর থেকেই ওই দেশে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা ভারত-বিরোধী প্রচারে গতি বাড়িয়েছে।
দেখুন অন্য খবর: