‘চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি’ মান্না দের এই বিখ্যাত গান কমবেশি সবাই শুনেছে। কিন্তু এবার প্রকাশ্যে আসা চাঁদের সবথেকে নিখুঁত ছবি। আপনার চোখ কোনও জোৎস্না রাতে আর অন্য কারও দিকে আপনার চোখ আটকে পড়বে না। চাঁদের এই নিখুঁত ছবি( Moon Detailed Image) দেখে অবাক নেটিজেনরা।
ঘটনাটা হল, সূর্য, চাঁদ এবং পৃথিবী সম্প্রতি একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণে একসঙ্গে সারিবদ্ধ হয়েছে। সেই সময়কার নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঁদের এই চিত্রটি জ্যোতির্ফটোগ্রাফার অ্যান্ড্রু ম্যাকার্থির (Astrophotographer Andrew McCarthy) তোলা মোট 2,80,000টি পৃথক ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটি দেখে মুগ্ধ নেটিজেনরা। ইতিমধ্যেই চাঁদের’সবথেকে নিঁখুত ছবি’ বলা হচ্ছে। ছবিটির সাইজ় প্রায় এক গিগাবাইটের কাছাকাছি।
এই ছবি তোলার জন্য তিনি স্মার্টফোন ব্যবহার করেনি। দুটি টেলিস্কোপের মাধ্যমে মোট 2,80,000টিরও বেশি আলাদা ফটো ব্যবহার করে ছবিটি তৈরি করেছেন অ্যান্ড্রিউ। আর এই প্রত্যেকটি ছবিই তুলেছেন তিনি নিজেই। টুইট করে চাঁদের অসাধারণ ছবিটি ক্যাপচার করা সম্পর্কে অ্যান্ড্রিউ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন। বলছেন, দুটি টেলিস্কোপের সাহায্যে প্রায় 280,000টির বেশি আলাদা ছবি কাজে লাগিয়ে চাঁদের সবথেকে নিঁখুত ছবিটি তুলতে সফল হয়েছি। এর ফুল সাইজ় এক গিগাপিক্সেলেরও বেশি। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পরেই এমন একটা ছবি তুলতে সক্ষম হয়েছেন এই অ্যাস্ট্রোফটোগ্রাফার। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, সেখানে ধরা দিয়েছে ছবিটির জুম-ইন ভার্সন।
আরও পড়ুন: Mrinal Sen | শতবর্ষে মৃণাল সেন, এক আমৃত্যু প্রতিবাদী চলচ্চিত্রকার
Alright time to get a little philosophical… and answer the question: WHY do I always take photos of the moon, when many of my peers actually hate the moon for disrupting astrophotography with its presence? pic.twitter.com/DYrItMjafl
— Andrew McCarthy (@AJamesMcCarthy) May 6, 2023
চাঁদ দেখে মুগ্ধ হয়ে ম্যাকার্থি বলেছিলেন, “চাঁদ একটি ভিন্ন গল্প বলে৷ দূর থেকে, আমরা এটিকে আকাশে একটি উজ্জ্বল আলো হিসাবে দেখতে পাই যার পৃষ্ঠে কিছু আকর্ষণীয় আকার রয়েছে, তবে অন্যথায় এটিকে মঞ্জুর করে নেওয়ার প্রবণতা৷ আমরা এটিকে প্রায় ২৫০কে মাইল দূর থেকে দেখছি, যা প্রশংসা করা কঠিন।”
চাঁদ ছাড়াও, ম্যাকার্থি শুক্র, সূর্য নীহারিকা এবং মহাবিশ্বের অন্যান্য অবিশ্বাস্য শটগুলিকে একটি নিখুঁত ভারসাম্যে শিল্প ও বিজ্ঞানের সমন্বয়ে ক্লিক করেছেন। অতীতে, তিনি একটি যৌগিক ছবি তৈরি করতে ৫০,০০০ এরও বেশি ফটো দিয়ে তৈরি চাঁদের ছবিও শেয়ার করেছিলেন।