কলকাতা: ইজরায়েলের (Israel) হানায় ধ্বংস হল গাজার (Gaza) এক স্কুল। এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু। ঘরছাড়া, আশ্রয়হীন মানুষদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল স্কুলটি। প্যালেস্তাইনের (Palestine) সংবাদমাধ্যম ওয়াফা (WAFA) সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র হানার সময় ফজরের নমাজ (ঊষাকালের নমাজ) পড়ছিলেন স্কুলের বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ-পরিস্থিতিতে গাজার একাধিক স্কুল এখন আশ্রয়হীনদের ঘরবাড়ি হয়ে উঠেছে। সেগুলোই এখন ইজরায়েলি হানার নজরে। গত সপ্তাহে এরকম আরও চারটে স্কুলে আক্রমণ চালানো হয়েছিল। ১ অগাস্ট দালাল আল-মুঘরাবি স্কুলে হানায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। ৩ অগাস্ট গাজা সিটির হামামা স্কুলে মৃত্যু হয়েছিল ১৭ জনের। তার পরের দিনই শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত দুটো স্কুলে ইজরায়েলি হানায় ৩০ জন প্রাণ হারান। তবে শনিবার সকালের আক্রমণ সবথেকে ভয়াবহ।
আরও পড়ুন: ব্রাজিলে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল বিমান, মৃত ৬২
স্কুলের মধ্যেই জঙ্গিরা রয়েছে এবং সেখানে হামাসের (Hamas) কন্ট্রোল সেন্টার চালানো হচ্ছে সন্দেহ করে গাজা স্ট্রিপের বহু স্কুলে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। ১০ মাস যাবত চলা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার প্যালেস্তিনীয় মানুষের মৃত্যু হয়েছে। তবে এর সূত্রপাত ঘটে গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের হামলায়। সেই হামলায় ১২০০ জনের মৃত্য্য হয় এবং বন্দি করা হয় ২৫০ জনকে। সেই থেকে যুদ্ধবিরতির জন্য একাধিকবার আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি।
দেখুন অন্য খবর: