কলকাতা: দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, তারপর থেকে এখনও ভারতেই রয়েছেন হাসিনা। ইউরোপের বেশ কয়েকটি দেশে আশ্রয় চাইলেও, তা মঞ্জুর হয়নি। ভারতে থাকা হাসিনার অবস্থান কী, তা নিয়ে জল্পনা গোটা বিশ্বজুড়ে। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের নাগরিকত্ব পাচ্ছেন হাসিনা?
যদিও তাঁর ভারতে থাকা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরবে থাকার বিষয়টিও নজর কড়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ বলেন, সবকিছু আইন দিয়ে চলে না। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদশ। আমরা অফিসিয়ালি কিছু জানি না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রতে গিয়ে থেকে এসেছে অনেকদিন। দিনক্ষণ না গুনে ভারত সরকার তাঁকে আশ্রয় দিয়েছে। সেভাবেই আমাদের দেখতে হবে।
আরও পড়ুন: এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে কোনও সম্পর্ক রাখব না, ক্ষোভ মুখ্যমন্ত্রীর