কলকাতা: গত সপ্তাহে ইজরায়েল (Israel) ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান (Iran)। সেই থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানকে পাল্টা দেওয়ার হুমকি লাগাতার দিয়ে চলেছে ইজরায়েল। তবে বিশেষজ্ঞদের মতে, হামলা চালালে উল্টে চাপে পড়তে পারে ইজরায়েলই। গাজা স্ট্রিপ (Gaza Strip) এবং লেবাননে (Lebanon) যেমন মুহুর্মুহু বোমা ফেলছে তারা, ইরানের ক্ষেত্রে ততটাও সোজা হবে না।
ইরানের হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছিল, তাদের বিশেষ ক্ষতি হয়নি কারণ ইরানের ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ফুটেজ এবং উপগ্রহ চিত্রের দেখা গিয়েছে, একের পর এক ইরানিয়ান মিসাইল নেগেভ মরুভূমিতে নেভাটিম বায়ুসেনা ঘাঁটিতে আছড়ে পড়ছে এবং তারপর বিস্ফোরণ হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে, ইজরায়েলের বিখ্যাত সুরক্ষা বলয় ভেদ করতে সক্ষম ইরান। কাজেই দুই পক্ষে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে ইজরায়েলও।
দেখুন অন্য খবর: নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের নিহন হিদানকিও
ইজরায়ের আরও এক সমস্যা রয়েছে এবং তা হল অর্থনৈতিক। সে দেশের বায়ুসেনার সুরক্ষা বলয় সংক্রান্ত খরচ অত্যন্ত বেশি এবং সেই সঙ্গে রসদ সীমিত। যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে তাই ভীষণভাবে ‘আহত’ হবে তারা। এমনকী বেশিদিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পারবে না তারা, বলছে বিশেষজ্ঞ মহল।
দেখুন অন্য খবর: