কলকাতা: বাংলাদেশে (Bangladesh) বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। শেখ হাসিনার (Sheikh Hasina) বিদায়ের পর ওপার বাংলায় অন্তর্বর্তীকালীন সরকার (Interim Government) গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ডামাডোলের অন্ত ছিল না। এবার নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগে নতুন করে জটিলতা শুরু হল।
বাংলাদেশে নির্বাচন কমিশনের (Election Commission) মেয়াদ পাঁচ বছর করে। কিন্তু আড়াই বছর পরেই ইস্তফা দিতে শুরু করেছেন কমিশনের সদস্যরা। কিছুদিন আগেই ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছিল, তারা নির্বাচন কমিশনেও সংস্কার করতে চলেছে। এরপরেই সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেন কমিশনের সদস্যরা।
আরও পড়ুন: বাংলাদেশে ঢালাও মামলা না করার আহ্বান মানবাধিকার কমিশনের
প্রসঙ্গত, শুধু নির্বাচন কমিশন নয়, অন্যান্য দফতর থেকেও প্রচুর পদত্যাগ চলছে। হাসিনা সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহলে ইস্তফার হিড়িক দেখা দিয়েছে। যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।