কলকাতা: শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে সমন্বয় রেখে এককালে কাজ করেছিলেন বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ডঃ মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। ভবিষ্যতেও কি এমনটা দেখা যেতে পারে? এই প্রশ্নে বিস্ময় প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকারে (Interim Government) প্রধান উপদেষ্টা। ইউনুস জানান, একসঙ্গে কাজ না করতে পারার দায় তো তাঁর নয়। হাসিনাই তাঁর সঙ্গে কাজ করতে চাননি।
নোবেলজয়ী বলেন, আমাকে চোর, বদমাশ করে রেখেছে, সেখানে কাজ করার কথাই উঠছে না। আমার নাম শুনলেই তো তাঁর রাগ হয়ে যায়। আমাকে সুদখোর না বললে তাঁর মন তৃপ্ত হয় না। আমাকে পদ্মা নদীতে না চোবালে ওঁর শান্তি আসে না। কাজেই আমি কী বলব, বলবেন তো উনি।
আরও পড়ুন: হাসিনা পদত্যাগ করেননি, বিস্ফোরক দাবি পুত্র জয়ের
বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের (Grameen Bank) প্রতিষ্ঠা করেছিলেন ইউনুস। দরিদ্র কৃষকদের অর্থসাহায্য করে শান্ততে নোবেল পুরস্কার (Noble Peace Prize) জেতেন তিনি। এই ইউনুসকেই দুর্নীতির দায়ে জেলে পুরেছিল শেখ হাসিনার সরকার। ছাত্র সমাজের ইচ্ছায় আজ তিনিই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে আসীন। এদিকে দেশত্যাগ করে এখন ভারতে রয়েছেন হাসিনা। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে।
দেখুন অন্য খবর: