কলকাতা: দ্রুত নির্বাচন করাতে মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) আর্জি জানাল বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক দলগুলি। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে ওপার বাংলার প্রথম সারির রাজনৈতিক দলগুলি। উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্যও। তবে এই বৈঠকে আওয়ামি লিগ (Awami League) ও সহযোগী দলগুলি ডাক পায়নি।
বৈঠকে হাজির বিএনপি (BNP) দলের নেতারা দ্রুত নির্বাচনের দাবি জানান। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরি বৈঠকের পরে বলেন, “নির্বাচনের নিজস্ব গতিশক্তি রয়েছে। নির্বাচনের ঘোষণা দেশের মানুষের মনে উদ্দীপনা আনবে। সেই কারণেই এদিনের বৈঠকের আলোচ্য সূচিতে না থাকলেও নির্বাচনের প্রসঙ্গত তোলা হয়েছে।” বৈঠকে বিএনপি নেতারা ছাড়াও ছিলেন বাংলাদেশের জামাত-ই-ইসলামির প্রতিনিধিরা।
আরও পড়ুন: হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি করে চূড়ান্ত আফসোস করবে নেতানিয়াহু প্রশাসন?
প্রসঙ্গত, বুধবার ইউনুসের মতামত সামনে আসে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ব্যাপক সংস্কারের কাজে হাত দিয়েছে তাঁর নেতৃত্বাধীন প্রশাসন। রাজনৈতিক, সাংবিধানিক, আমলাতান্ত্রিক প্রভৃতি নানা বিষয়ে সংস্কারের উদ্দেশ্যে গড়া হয়েছে অনেকগুলি কমিশন ও কমিটি। এইসব কমিটি ও কমিশনের রিপোর্ট পেয়ে সংস্কারের কাজ শেষ করতে অনেক সময় লাগবে। তারপরে নির্বাচন হতে পারে। দ্রুত নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ইউনুস বলেছিলেন, আগে সংস্কার, পরে নির্বাচন। কিন্তু বিএনপি সহ সরকার ঘনিষ্ঠ দলগুলো নির্বাচনের দাবি তোলায় চাপে ইউনুস। বুধবার হওয়া বৈঠকে ভারত বিরোধী নানা কথাও বলা হয়েছে বলে খবর।
দেখুন অন্য খবর: