কলকাতা: মঙ্গলগ্রহে (Mars) এক বছরেরও বেশি কাটিয়ে এলেন নাসার (NASA) চার কর্মী! না, সত্যিকারের মঙ্গলগ্রহ নয়, কিন্তু কৃত্রিমভাবে তৈরি প্রায় সেরকম পরিবেশে ৩৭৮ দিন থেকে এলেন ওই চারজন। থ্রিডি প্রিন্টারের (3D Printer) মাধ্যমে বানানো হয়েছিল ১৭০০ বর্গফুটের ঊষর, প্রাণহীন লাল গ্রহের পরিবেশ। সেই পরিবেশে থাকতে পাঠানো হয়েছিল একজন মেডিক্যাল অফিসার, একজন মিশন স্পেশালিস্ট এবং দুজন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী। এই মিশনের নাম ক্রু হেলথ অ্যান্ড পারফরম্যান্স এক্সপ্লোরেশন অ্যানালগ (CHAPEA)।
আরও পড়ুন: এক্স-কে টেক্কা দিতে নতুন ফিচার আনল ব্লুস্কাই
এই মিশনে মঙ্গলের পরিবেশে শস্য উৎপাদন, খাদ্যদ্রব্য তৈরি, রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন চার সদস্য। ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। সেই মিশনের অঙ্গ হিসেবেই এই মিশনে দেখে নেওয়া হল প্রাণহীন, পাণ্ডববর্জিত গ্রহে দীর্ঘদিন থাকার ফলে মানুষের কী কী শারীরিক এবং মানসিক বাধার সম্মুখীন হতে হয়।
CHAPEA’s 4-person crew just exited their home after 378 days. ✅
They simulated a Mars mission to help assess health and performance in relation to Mars-realistic resource limitations in isolation and confinement. The door is officially open and the mission is complete. Congrats… pic.twitter.com/AbfaMrzw2n
— NASA’s Johnson Space Center (@NASA_Johnson) July 6, 2024
মিশন সফল, জানাচ্ছে নাসা। কৃত্রিম মঙ্গলের পরিবেশে চলাফেরা, পৃথিবীর সঙ্গে যোগাযোগে দেরি হওয়া, যন্ত্রপাতির বিকল হয়ে পড়া সহ নানাবিধ চ্যালেঞ্জ সামলেছে চারজনের ক্রু। শস্য উৎপাদন, খাদ্যদ্রব্য তৈরি, রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাও করেছেন তাঁরা। CHAPEA মিশন থেকে পাওয়া যাবতীয় তথ্য ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠাতে অমূল্য অবদান রাখবে বলে জানানো হয়েছে নাসার তরফে।
দেখুন অন্য খবর: