কলকাতা: পদার্থবিদ্যায় (Physics) নোবেল পুরস্কার (Noble Prize) পেলেন জন হোপফিল্ড (John Hopefield) এবং জেফ্রি ই হিন্টন (Geoffrey E Hinton)। মঙ্গলবার কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং (Machine Learning) সংক্রান্ত গবেষণার জন্য এই দুজনের নাম ঘোষণা করল স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস।
আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে মেশিন লার্নিং বা যন্ত্রের শিক্ষা। এ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) এক শাখা যেখানে কম্পিউটার বহু তথ্য শিখে সময়ের সঙ্গে তাদের পারফরম্যান্স উন্নীত করে।
আরও পড়ুন: নভেম্বর পর্যন্ত পৃথিবীর দুটি চাঁদ!
নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, হোপফিল্ড এবং হিন্টন পদার্থবিদ্যার সাহায্যে আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছেন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে মেশিন লার্নিং বর্তমানে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং দৈনন্দিন জীবনে বিপ্লব এনে দিয়েছে।
নোবেল পুরস্কার পাওয়ার খবর জানতে পেরে হিন্টনের প্রতিক্রিয়া, “আমি হতবাক এবং বিস্মিত।” হিন্টন টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাঁকে ‘গডফাদার অফ এআই’ বলা হয়। হোপফিল্ড আমেরিকার বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ান।
দেখুন অন্য খবর: