নয়াদিল্লি: আগামী ১০-১১ সেপ্টেম্বর রাশিয়া সফরে যাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে দেখা করে রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন তিনি। এই সফরে ব্রিক্স-এনএসএ (BRICS-NSA) বৈঠকেও অংশ নেবেন ভারতের প্রাক্তন আমলা।
এছাড়াও রাশিয়া এবং চীনের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করতে চলেছেন দোভাল। এ বছর জুলাই মাসের মস্কো সামিটে যেসব আলোচনা হয়েছিল তা এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক। প্রসঙ্গত ব্রিক্স হল ১০ দেশের এক অনানুষ্ঠানিক গ্রুপ যেখানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, মিশর এবং ইথিওপিয়া।
আরও পড়ুন: জোটসঙ্গীদের নিয়ে চাপে বিজেপি! কোথায় হচ্ছে গন্ডগোল
শেষ ব্রিক্স বৈঠক হয়েছিল ২০২৩ সালে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে, সেখানেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন দোভাল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনালাপে পুতিনকে জানিয়ে দিয়েছিলেন, শান্তিচুক্তি নিয়ে কথা বলতেই যাচ্ছেন দোভাল। সে সময় যদিও দোভালের সফরের দিনক্ষণ কিছু জানাননি প্রধানমন্ত্রী।
গত মাসে (অগাস্ট) ঐতিহাসিক ইউক্রেন সফরে গিয়েছিলেন মোদি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে তিনি বলেন, একমাত্র আলোচনা এবং কূটনীতিই যুদ্ধ থামাতে পারে। রাশিয়ার সঙ্গে শান্তি আনতে একজন ‘বন্ধু’ হিসেবে ব্যক্তিগতভাবে সাহায্য করার আশ্বাস দেন মোদি। কিয়েভে এক যুগ্ম বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এই যুদ্ধে কখনওই নিরপেক্ষ ছিল না, আমরা শান্তির পক্ষে ছিলাম।” প্রসঙ্গত, ইউক্রেনের যাওয়ার আগে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি, পুতিনের সঙ্গে তাঁর সখ্য নিয়ে কড়া মন্তব্য করেছিলেন জেলেনস্কি।
দেখুন অন্য খবর: