কলকাতা: গাজা (Gaza) এবং লেবাননে (Lebanon) হামলার জবাব দিতে ইজরায়েলে (Israel) হামলা চালিয়েছে ইরান (Iran)। পাল্টা দিতে প্রস্তুত ইজরায়েলও, সে কথা সাফ জানিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এই বিবাদে জড়িয়ে পড়েছে আমেরিকা ইউরোপও। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে বিরাট যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে চলেছে জ্বালানি তেলের দামেও।
আরও পড়ুন: ইরানের শীর্ষ নেতাকে নিশানা ইজরায়েলের
গোটা বিশ্বের বাজারে গভীর প্রভাব ফেলা জ্বালানি তেল উৎপাদনে সপ্তম স্থানে আছে ইরান। সেই দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে তেলের দাম বাড়তে বাধ্য। মঙ্গলবার ইজরায়েল ভূখণ্ডে ইরানের হামলার পর সেই আশঙ্কাই দৃঢ়তর হয়েছে। এর মধ্যেই অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ব্যারেল প্রতি ১ শতাংশ বেড়ে ৭৪.৪০ ডলার হয়েছে। বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, ইরানে যুদ্ধ পরিস্থিতি হলে তেল সরবরাহ কমে যাবে ফলে সংকট আরও বাড়বে।
দেখুন অন্য খবর: