ইসলামাবাদ : প্রধানমন্ত্রিত্বের গদি টলমল । অনাস্থা ভোটে হার এক রকম নিশ্চিত । এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত জাতীর উদ্দেশে ভাষণ বাতিল করলেন পাকিস্তানের প্রাধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) । পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এই ভাষণ দেওয়ার কথা ছিল । পাকিস্তান তেহরিক-ইনসাফের স্ট্যান্ডিং (Pakistan Tehreek-e-Insaf) কমিটির চেয়ারম্যান ফয়জল জাভেদ খান (Faisal Javed Khan) একটু আগে টুইট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Prime Minister Imran Khan) ভাষণ আজকের মতো বাতিল করা হয়েছে ।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ জানান, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বড় ঘোষণা করবেন ইমরান খান । কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দেশবাসীর উদ্দেশে ইমরান কী বলেন, তা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই, পাকিস্তানের আপামর মানুষের আগ্রহ ছিল । ঘনিষ্ঠমহলে তিনি অভিযোগ করেন, পাক সরকার ফেলার ‘ষড়যন্ত্র’ করছে ‘বিদেশি শক্তি’ (foreign conspiracy)। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ইমরানের নাম করে এ কথা জানিয়েছেন।
সোমবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তার পরই বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওই দিনই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্ক হবে বলে জানান তিনি।
Prime Minister @ImranKhanPTI chaired special cabinet meeting pic.twitter.com/ilBi4LshLl
— Prime Minister’s Office, Pakistan (@PakPMO) March 30, 2022
৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদু সংখ্যা’ ১৭২। ইমরানের নিজের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। কিন্তু, পিটিআই-এর বেশ কয়েক জন পার্লামেন্ট সদস্য ইতিমধ্যেই প্রকাশ্যে ইমরানের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এ ছাড়া বুধবার ইমরান সরকারের সমর্থন প্রত্যাহার করে নেওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর ৭ এবং বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র ৫ সদস্য রয়েছেন। রবিবার সমর্থন প্রত্যাহারকারী জামহুরি ওয়াতন পার্টির রয়েছেন এক সদস্য।
আরও পড়ুন- Imran Khan: শেষ বল পর্যন্ত খেলবেন ইমরান, ইস্তফার প্রশ্নই ওঠে না, ঘোষণা পাক তথ্যমন্ত্রীর
وزیراعظم عمران خان کا آج قوم سے خطاب موخر ہو گیا ہے-
— Faisal Javed Khan (@FaisalJavedKhan) March 30, 2022
পার্লামেন্টে অনাস্থা নিয়ে ভোটাভুটি হওয়ার আগেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন। পাকিস্তানের রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। বুধসন্ধ্যায় তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকায়, সেই জল্পনা আরও জোরালো হয় । যাবতীয় জল্পনায় জল ঢেলে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ দিন জানান, ইমরান খানের ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। শেষ বল পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।
এই পরিস্থিতিতে গদি বাঁচাতে মরিয়া ইমরান সোমবার তাঁর দলের পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে সরিয়েছেন। ওই পদটি আর এক ‘বিক্ষুব্ধ সহযোগী’ পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ)-কে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ। ন্যাশনাল অ্যাসেম্বলিতে (পিএমএল-কিউ)-এর সদস্য সংখ্যা ৫। পরিস্থিতি যখন এতটাই জটিল তখনই জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণার কথা শুনিয়েছিল ইমরানের দল । কিন্তু, দেখা গেল ভাষণের কিছু আগেই তা বাতিল করে দিলেন স্বয়ং প্রাক্তন পাক- ক্রিকেট অধিনায়ক ।