টোকিও: জেগে উঠেছে আগ্নেয়গিরি! আর তাতেই সুনামি (Tsunami) আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাপান (Japan) উপকূলের অদূরে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত মাউন্ট উলাউয়ান। সোমবার দুপুরে আচমকাই মাউন্ট উলাউয়ান থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। প্রায় ১৫ হাজার মিটার উঁচু কুণ্ডলীকৃত ধোঁয়া বের হতে দেখা যায়। সেইসঙ্গে তরল লাভাস্রোত। যার ফলে, জাপান উপকূলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। আর সুনামি আছড়ে পড়লে, সবচেয়ে আগে বিপদে পড়বে ইজু ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ। যদিও এখনই সুনামির অভিঘাত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অঞ্চলে অগ্ন্যুৎপাত মোটেও অজানা কোনও বিষয় নয়। গত ৩০ অক্টোবরই যেমন, জাপানের ইয়োজিমা দ্বীপ থেকে অদূরে, প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। ছাই, পাথর, লাভা উড়ে এসে জমা হতে শুরু করেছিল মহাসাগরের বুকে।
আরও পড়ুন: ভারতমুখী জাহাজ ছিনতাই ইয়েমেনি জঙ্গিদের
শুধু জাপান নয়, রাশিয়ার কামচাটকার ‘ক্লুশেফস্কয় সোপকা’ নামে সক্রিয়, মিশ্র আগ্নেয়গিরির একেবারে হালের উদগীরণও ধরা পড়ে নাসার উপগ্রহে বসানো ক্যামেরায়। জানা যায়, কমপক্ষে ৩০০টি জ্বালামুখ রয়েছে এই আগ্নেয়গিরিতে। ক্লুশেফস্কয়ের সোপকার উচ্চতা ৪ হাজার ৭৫০ মিটার। এশিয়া এবং ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি এই ক্লুশেফস্কয় সোপকা। কামচাটকা ভলক্য়ানিক ইরাপশন রেসপন্স টিম অন্তত তেমনই দাবি করেছে।
দেখুন আরও অন্য খবর