আইসবার্গে শুয়ে রয়েছে একটি শ্লথ ভল্লুক। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে পিপলস চয়েসে ২০২৩ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিজয়ী নিমা সারিখানি এই ছবিটি ক্যামেরাবন্দি করার জন্য নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জে তিন দিন ধরে ঘুরেছেন। যার ফলে তাঁর এই কৃতিত্বকে সম্মান জানিয়েছে গোটা বিশ্ব। ২০২৩ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে সারিখানি এখন চর্চায়।
প্রতি বছর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এই ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্প্রতি সমাপ্ত প্রতিযোগিতায় তালিকার শীর্ষে থাকা ছবিগুলি নিয়ে একটি ব্লগও শেয়ার করেছে ওই সংস্থাটি। সারিখানির ওই ছবির নাম দেওয়া হয়েছে আইস বেড। প্রতিযোগিতায় ওই ৭৫ হাজার ভোট পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে। এ বিষয় সারিখানি বলেন, আমি খুবই সম্মানিত যে, এই বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছি। সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতা। যারা এটি দেখেছেন তাদের অনেকের মধ্যে এই ফটোগ্রাফটি তীব্র আবেগকে আলোড়িত করেছে।
আরও পড়ুন: সন্দেশখালিতে বিজেপির তাণ্ডব, কোনওরকম প্রাণরক্ষা তৃণমূল কর্মীর