কলকাতা: শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হয়। এরপরই ইরানে হামলা চালানো থেকে পিছু হটল ইজরায়েল। প্রশ্ন উঠছে, তাহলে কি ভয় পেয়েছে ইজরায়েল? অনেকে মনে করছেন, ইরান এবং রাশিয়ার বৈঠকে চিন্তায় পড়ে গিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। কারণ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের সঙ্গে বৈঠকে তাঁদের দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে দাবি করেন। ঠিক এরপরই ইজরায়েলকে কিছুটা হলেও ব্যাকফুটে থাকতে দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।
শুক্রবার পুতিন বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য একটি বড় অগ্রাধিকার। আন্তর্জাতিকস্তরে আমরা একসঙ্গে কাজ করছি। বেশির ভাগ ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন ঘটনাপ্রবাহে আমাদের অবস্থান একই রকম।
উল্লেখ্য, ইজরায়েল বারবার দাবি করেছে, তারা ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে। ইরান ইজরায়েলে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগই ইজরায়েলের প্রতিরক্ষা কাঠামোতে পড়ে। ইরানের টার্গেট ছিল তেল হাবিবে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর এবং তেল নফ সামরিক বিমানবন্দর। এরপর থেকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইজরায়েল ইরানকে জবাব দেবে এবং তা হবে খুবই গুরুতর। কিন্তু শুক্রবারের ইরান রাশিয়া বৈঠকের পর ইজরায়েল সুর নরম হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।