নয়াদিল্লি: ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আমন্ত্রণে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে যোগ দিতে রাশিয়া (Russia) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর মোদির এই প্রথম মস্কো সফর। এই সফর নিয়ে পশ্চিমি দুনিয়াকে কটাক্ষ করতে ছাড়ল না ক্রেমলিন (Cremlin)। তারা বলছে, মোদির মস্কো সফরকে ঈর্ষার চোখে দেখছে পশ্চিম।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, এই সফরে দুই দেশের বহুমুখী সম্পর্কের পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থযুক্ত বর্তমান আঞ্চলিক এবং গ্লোবাল বিষয়বস্তু নিয়ে মত বিনিময় করবেন দুই রাষ্ট্রপ্রধান। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ (Dimitry Peskov) জানিয়েছেন, মস্কোয় মোদির বিস্তৃত কর্মসূচি রয়েছে। পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বার্তালাপ তো হবেই, সেই সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাও হবে।
আরও পড়ুন: বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫
পেশকভ আরও বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরোদস্তুর সফর আশা করছি যা রাশিয়া-ভারত সম্পর্কের জন্য খুবই জরুরি।” এরপরেই পশ্চিমি দুনিয়ার ঈর্ষার কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, “ওরা ঈর্ষান্বিত, তার অর্থ খুব ভালো করে নজর রাখছে। নজর রাখা মানে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং ওরা কোনও ভুল করেনি, এই সফরের কোনও এক বিশেষ গুরুত্ব রয়েছে।”
দেখুন অন্য খবর: