মালে: বিতর্কের মাঝেই ফের মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুরের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। মলদ্বীপের রাজধানী মালেতে গিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিন দিনের মলদ্বীপ সফরের অভিজ্ঞতা তাঁর এক্স হ্যান্ডলে জয়শঙ্কর পোস্ট করেন। ফের কী ভারতের সঙ্গে বন্ধুত্ব শক্ত করতে চাইছেন মুইজ্জুর? উঠছে নানা প্রশ্ন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে নানা দিক নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। এক্স হ্য়ান্ডেলের একটি পোস্টে জয়শঙ্কর লেখেন, আমাদের জনগণ এবং আঞ্চলিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ভারত-মলদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জানা গিয়েছে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুই দেশের মধ্যে সু-সম্পর্কের পাশাপাশি একাধিক চুক্তি ও কিছু মউ (এমওইউ) স্বাক্ষর করেন। একইসঙ্গে এইচআইসিডিপি উদ্বোধনও করেন। ওই চুক্তিতে বলা হয়েছে, এক হাজার মলদ্বীপের বেসামরিক কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি এবং ওই দেশে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই চালু করা হবে। ওই ছটি এইচআইসিডিপি (HICDP)-র দ্বারা মানসিক স্বাস্থ্য, বিশেষ শিক্ষা, থেরাপি এবং রাস্তার আলোর প্রকল্প করা হবে। অন্যদিকে, মলদ্বীপের ২৮টি দ্বীপে ভারতের লাইন অফ ক্রেডিট (এলওসি)-এর সাহায্যে জল ও নিষ্কাশন নেটওয়ার্কের প্রকল্প উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ বাড়ছে
Concluded a productive visit to Maldives!
Living up to the message of our ties: ‘Imagined by Maldives, Delivered by India’.
🇮🇳 🇲🇻Some highlights: pic.twitter.com/RmdM3WLSoj
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 12, 2024