কলকাতা: বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wajed Joy)। দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা, সংবিধান মতে তিনিই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। আওয়ামি লিগ (Awami League) আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।
জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ছাত্রদের উপর গুলি চালানোর কোনও নির্দেশ হাসিনা দেননি বলেও মন্তব্য করেছেন জয়। তাঁর মা দেশে ফিরে যে কোনও বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান তিনি। একই সঙ্গে প্রতিশোধ না নেওয়া নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানান জয়।
আরও পড়ুন: গাজার স্কুলে ইজরায়েলি হানা, নিহত ১০০-র বেশি
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট বিরাট বড় পালাবদল ঘটেছে বাংলাদেশে (Bangladesh)। হাসিনার পদত্যাগের দাবিতে লক্ষাধিক মানুষ ঢাকায় গণভবন অভিযান করে। তার আগেই পদত্যাগ করে ভারতে চলে আসেন তিনি। পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার উজ-জামান। জানা গিয়েছিল, দেশত্যাগের আগে জাতির প্রতি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা। কিন্তু সে সময়টুকুও পাননি তিনি।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কুর্মি টোলা বায়ুসেনা ঘাঁটিতে আসেন তিনি। সেখান থেকে বায়ুসেনার বিমানে চেপে প্রথমে আগরতলা, তারপর কলকাতা হয়ে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এসে নামেন। আগরতলা এবং কলকাতাতেও নামতে চেয়েছিল হাসিনার বিমান তবে অনুমতি দেওয়া হয়নি। এখন পর্যন্ত ভারতীয় সেনার সুরক্ষায় পরিবেষ্টিত হয়ে আছেন তিনি।
দেখুন অন্য খবর: