আইসল্যান্ড: ১৪ ঘণ্টায় দেশের নির্দিষ্ট অংশে অন্তত ৮০০ বার ভূমিকম্প হয়েছে আইসল্যান্ডে (Iceland)। যার মধ্যে বেশ কয়েক বার অনুভূত হয়েছে জোরালো কম্পন। রিখটার স্কেলে সবচেয়ে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২। রেকজেন্স মালভূমিতে গ্রিনডাভিক গ্রাম রয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে যার দূরত্ব মাত্র তিন কিলোমিটার। বারবার ভূমিকম্প হওয়ায় আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে সরকার। ভাবে লাগাতার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। যেকোনও মুহূর্তে অগ্নুৎপাত (Volcanic Eruption) হতে পারে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে একটানা ভূমিকম্প শুরু হয় আইসল্যান্ডে। ১৪ ঘণ্টায় কমপক্ষে ৮০০টি ভূমিকম্প রেকর্ড হয়েছে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে। এরপরই সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তরফে জরুরি অবস্থা জারি করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আরও বড় ভূমিকম্প হতে পারে। টানা আরও কয়েকটি ভূমিকম্প হলে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হতে পারে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির বক্তব্য সহ মিউজিক ভিডিও গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত
আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, রেকজেন্স মালভূমির গভীরে ভূমি থেকে পাঁচ কিলোমিটার নীচে ম্যাগমা জমে রয়েছে। তা যদি উপরের দিকে উঠতে শুরু করে, তা হলে অগ্নুৎপাত হবেই। তবে তাতে আরও কিছু দিন সময় লাগবে। সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে আইসল্যান্ড সরকার।
দেখুন আরও অন্য খবর: