ঢাকা: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার দেশত্যাগের পর সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তারপরেই এই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নাম ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। দ্রুত সময়ের মধ্যে অধ্যাপক ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা একটি ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার নাম প্রস্তাব করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় আজই বালু ঘনিষ্ঠ বারিককে হাজিরার নির্দেশ ইডির
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তাঁরা অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা বলেছেন বলে জানান নাহিদ। তিনি বলেন, মুহাম্মদ ইউনুসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।
গতকাল সাংবাদিক সম্মেলনে নাহিদ বলেছিলেন, ছাত্র-নাগরিকের সমর্থিত কিংবা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কোনও ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা রাষ্ট্রপতিশাসিত সরকার হতে পারে। এমন সরকারকে ছাত্র-জনতা গ্রহণ করবে না।
দেখুন আরও অন্যান্য খবর: