কলকাতা: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছেই। শুক্রবার চট্টগ্রামে (Chattogram) তিনটি মন্দির আক্রান্ত হয়। সংখ্যাগুরু মৌলবাদী একদল মারমুখী জনতা ওই হামলা করে। চট্টগ্রামের হরিশচন্দ্র মুন্সেফ লেন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ওই এলাকার শান্তনেশ্বরী মাতৃমন্দির, শনিমন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়িতে হামলা চলে।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্র খবর, সংখ্যালঘুরা দলে দলে বেরিয়ে এসে বাধা দেন। কোতোয়ালি পুলিশ স্টেশনের প্রধান আব্দুল করিম হামলার কথা স্বীকারও করেছেন। তবে পুলিশের বয়ানে বলা হয়েছে, ধর্মস্থানগুলির ক্ষয়ক্ষতি হয়েছে সামান্যই। উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়া সহ কিছুক্ষণ সংঘর্ষ চলে।
আরও পড়ুন: চিন্ময় প্রভুকে নিয়ে রাত কাটতেই ইউটার্ন বাংলাদেশ ইসকনের, কী জানাল?
শান্তনেশ্বরী প্রধান মন্দির কমিটির স্থায়ী সদস্য তপন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জুম্মার নমাজের পর একশোর বেশি মানুষ মন্দির চত্বরে এসে হাজির হয়। তারা হিন্দু-বিরোধী, এবং ইসকন-বিরোধী স্লোগান দিতে থাকে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে।
প্রসঙ্গত, চট্টগ্রামের এই এলাকাই মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিংহ, গণেশ ঘোষদের কর্মভূমি ছিল। এখানেই হয়েছিল ইতিহাস খ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং স্বাধীনতা ঘোষণা। সেসব এক শতাব্দী আগের কথা।
দেখুন অন্য খবর: