কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ে উৎসব করছিলেন বাংলাদেশের (Bangladesh) কিছু মানুষ। তাঁদের ধরপাকড় করল সে দেশের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প। তার এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে কিছু ছবি এবং ভিডিও এসেছে। তা থেকে জানা যাচ্ছে, গত শুক্রবার ট্রাম্পের জয়ের উৎসব করতে ঢাকার রাজপথে নেমেছিলেন কিছু মানুষ। কিন্তু দ্রুত সেই বিজয়োৎসব বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ। কেড়ে নেওয়া হয় পোস্টার, ব্যানার, পতাকা। কিছু পোস্টারে লেখা ছিল, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লাভ ফ্রম বাংলাদেশ।”
আরও পড়ুন: ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথার সময় মাস্ককেও সঙ্গে নিলেন ট্রাম্প
এখানেই বিষয়টা চাপা পড়েনি। বেশি রাতের দিকে ফের ধরপাকড় শুরু করে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। ট্রাম্পকে সমর্থন করার দায়ে গ্রেফতার হতে হয় অনেককেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, তাঁরা সাধারণ নাগরিক, কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই।
ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বড় মন্তব্য করেছিলেন ট্রাম্প। আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বলেন, “বাংলাদেশে অরাজকতা চলছে। সেখানকার হিন্দু, খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুদের উপর হামলা এবং লুঠপাট চলছে। আমি এই বর্বরোচিত হিংসার তীব্র নিন্দা করছি।” একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলে সম্ভাষণ করেন ট্রাম্প, যা ইউনুস সরকারের আরও বেশি চক্ষুশূল হয়েছে।
দেখুন অন্য খবর: